উমার চিঠি ..
বাজলো বাঁশি করুন সুরে ,
চললি মা আজ ভোলার ঘরে ,
বিদায় দিলাম চোখের জলে ;
সুরাসুর তোর রইল সব পড়ে I
কারে তুই নিধন করলি শেষে !
দাপিয়ে বেড়ায় আজও মর্ত্যলোকে -
অনাহারে শিশু কাঁদে , ভ্রূণহত্যা পুত্রশোকে ,
নারীশক্তি লাঞ্ছনাতে , কত সন্তান খোলা আকাশে ;
রোগ ব্যাধি আর নাইবা বললাম -
ছাড় দেয়নি মহামারীর গ্রাসে I
সুখ দুঃখের বারোমাস্যা যত .
রইলো রে মা তোর শ্রীচরণে ;
বিপদ আপদ যাইবা আসুক ,
থাকিস মা তুই আমার পাশে I
ঢাক বাজে , কাঁসর বাজে , বাজে উলুধ্বনি ;
বছরভর থাকুক অটুট শাখা - সিঁদুর – সিঁথি I
সবার মাঝে থাকিস যেন মা , আসুক ফিরে সুমতি ;
যাবার আগে শক্তি দে মা , যেন যুঝতে পারি ;
দুগ্গা বলে করব পার আসুক যতই দুর্গতি I
বছর ঘুরে আবার আসিস , সেই আশাতেই বুক বাঁধি ;
যেতে যেতে পড়ে দেখিস আমার খোলা চিঠি I