সভ্যতার কান্ডারী


বলতে পারো ? -
কত লাশ পড়লে স্তব্ধ হবে যুদ্ধের দামামা ;
কত লাশ পড়লে নিভবে বিপ্লবের লেলিহান শেখা -
কত লাশ গুনলে ‘পরে পরাধীনতার মুক্তি ;
কত লাশ পড়লে শান্ত হবে , সাম্রাজ্যবাদের ভ্রুকুটি I
কত লাশ গুনলে মিলবে বাক স্বাধীনতা ,
তোমার-আমার মাতৃভাষা সেও তোলে লাশের বোঝা !

বিদ্রোহের দাবানল হেনেছে আঘাত ইতিহাসের প্রতিছত্রে -
হিংস্র বন্দুকের নল মেনেছে হার অগণিত লাশের স্তুপে I
চাই তবু ক্ষমতার লড়াই , চাই অধিকারের লড়াই ,
চাই শাসক-শোষিতের লড়াই , চাই বঞ্চনার লড়াই ;
অনেকটা জীবনচক্রের মত !-
তবু চাই অত্যাচার , চাই রক্ত , চাই জতুগৃহ ;
মানবাধিকার বারে বারে লুন্ঠিত ,
সভ্যতার ইতিহাস আছে দাঁড়িয়ে লাশের উপর I
আসলে ইতিহাসও খোঁজ করে ওদের –
সালাম, রফিক, জব্বার, ভগৎ , সূর্য  সুভাষ  কিংবা সুকি , চে
নতুন ইতিহাসের জন্ম দিতে –
আর তুমি-আমি ! ; - চলেছি , হেঁটে জ্যান্ত লাশের ভিড়ে -
প্রতিবাদের মুখে কুলুপ এঁটে ...