স্বাধীনতার মানে



বইছে নদী জলের তোড়ে , এপার থেকে ওপার -
পরিযায়ীরা সব যাচ্ছে উড়ে , মানছে কাঁটাতার ?
ভাবছি বসে , গাছ-গাছালি ,
করছে না তারা স্বাধীনতার দাবি ! -
আলোর ছটা দিচ্ছে উঁকি ,
মানছে কি কোন গণ্ডি ?


চন্দ্র-সূর্য-গ্রহ-তারা .
ওরা কি তবে বাঁধন ছাড়া ?
আকাশ জুড়ে মেঘের ভেলা ,
মানছে কোনো দেশের সীমানা ?


ইলিশের ঝাঁক ছাড়ছে মিয়ানমার ;
এদেশ থেকে ওদেশে আবার ;
মুক্ত ওরা ঘুরছে অবাধ ,
কাঁটাতার শুধু তোমার-আমার ?


মুঠোর মাঝে হয়নি যারা বন্দী ,
মিলেছে স্বাধীনতার সুখ , পেয়েছে মুক্তি I
হোক পৃথিবী অবাধভূমি ,
জন্মে যদি স্বাধীন তুমি I


এ স্বাধীনতা কেমন তবে ,
নিয়ম-কানুনের বেড়ায় বাঁধে I
পরাধীনতার শিকল ছিড়ে ;
এ পৃথিবী আমার হবে কবে ?