পয়লা বৈশাখ
বৈশাখ বলে , এসেছি আবার , এসেছি বছর ঘুরে ;
গেল বছরের জরা-ক্ষতি দেব এবার মুছে -
শঙ্খ বাজে , কাসর বাজে , বাজে উলুধ্বনি ;
বছর শুরুর পঞ্জিকা হাতে , কান পেতে খালি শুনি I
উঠেছে মেতে প্রভাত ফেরি নববর্ষের গানে ,
সিঁদুর ছোঁয়া হালখাতায় , বাঙালি নতুন সাজে I
নতুন নতুন কচি পাতায় , ভরেছে গাছ গাছালি ;
আম কুড়ানোর সুখে , আসুক তবু কালবৈশাখী I
উতলা সবাই কোথায় যে পাই মিষ্টি ক্যালেন্ডারের গন্ধ ?
আমার ছোঁয়ায় বুনছে কত বছর ভরের স্বপ্ন I
বৈশাখ এসেছে , বৈশাখ এসেছে , অনেক আশা সবার মনে –
আসে যেন সুখ শান্তি নতুন বছরে টানে I
সুখ দুঃখের বারোমাস্যা নিয়ে , থাকব পাশে সবার সাথে ;
আসছি নিয়ে অনেক কিছুই, ষড়ঋতুর হাত ধরে I
আয় রে সবাই নতুন বছর কুলোয় বরণ করি ;
বিভেদ ভুলে, ঝগড়া মুছে দুহাত তুলে নাচি I