ওরে তিলোত্তমা আজও বাড়ি ফেরে নাই
মরার পরেও শান্তি নাই
যার হাতে তোদের জীবন-মরণ ,
বাঁচায় মুমূর্ষু রোগীর প্রাণ
তাকেই করলি ছাই !
ওরে তোদের তিলোত্তমা আজও
বাড়ি ফেরে নাই I
করলি তাকে খুন-ধর্ষণ !
করালি তাকেই রক্তস্নান ?
যৌন সুখে মত্ত ওরা
কি নৃশংস মানবতার বলিদান !
ঝাঁপিয়ে পড়ে রাতের অন্ধকারে
বিকৃত সে কি উন্মাদনা !
ওরে সময় ছিল না বলার
দেখ চেয়ে সব মানুষরূপী পশু ওরা I
খুবলে খাওয়া তিলোত্তমা আজ লাশ কাটা ঘরে ,
ওরে তোদের তিলোত্তমা হেরেছে আজ জীবন যুদ্ধে ;
নেমেছে তাই ক্ষতবিক্ষত যোনি নিয়ে রাজপথে -
বসেছে তিলোত্তমা ধর্ণায় , আন্দোলনে , প্রতিবাদে I
দেখছি বেশ , অবাক দেশ দেহ নিয়েও রাজনীতি !
তাই তিলোত্তমা হেঁটে মিছিলে হাতে নিয়ে মোমবাতি I
তিলে তিলে গড়ে ওঠা , চোখ ধাঁধানো উন্নতি ;
অসুর থাবায় শেষ হয়ে যায় , বলবে সময় কি ক্ষতি !
তাই আজ উঠুক ঝড় , হোক কলরব , এসো দখল করি রাত ;
জোট মিলে সব নামি পথে ; চাই তিলোত্তমার সুবিচার I