ঐ, চলে যাচ্ছে !!! -
দাদা , কেমন আছেন ?
ঐ, চলে যাচ্ছে !!! -
থমকে তো নেই কিছুই I
বরং , ভালো-মন্দ বলতে নেই ;
চলছে তো বেশ আগের মতই I
তাল মিলিয়ে যুগের সাথে –
মুদ্রাস্ফীতির রোষ বাজারের বুকে ,
নুন আনতে পান্তা ফুরায় আমজনতার হেঁসেলে !~
ঐ, চলে যাচ্ছে !!! -
জমিদারি মাস পয়লায় ,
মাসান্তে CREDIT CARD ; আছে এটুকুর ভরসায় I
বয়সটা যে বাড়ছে , দিন কেটে যাচ্ছে ; ঐ, চলে যাচ্ছে !!! -
বেকারত্বের বোঝ , প্রেমে ল্যাধখোর ,
CBI ধরছে চোর , তবু রাজনীতির নির্লজ্জ কটাক্ষ চোখ -
বদহজম ভাষা হোক , দরকারে গতি নেই , নিপাট সব ভদ্দরলোক !
কুশিক্ষার দায় কে কার গায়ে মাখি -
পাস ফেলের বিভেদ নেই , বলি হচ্ছেটা কি ?
শিক্ষা নেমেছে ধর্নায় , এ কি শুধুই ইয়ার্কি !
ডুবলিকেটের রমরমায় , খেলছি সব কানামাছি I
‘শ্রী’ এর ফায়দা লুটতে গিয়ে হচ্ছি যত বিশ্রী I
চুলে ধরেছে পাক ; তবু , এই চলে যাচ্ছে ! –
নতুন এর সাথে পুরাতনের সংঘাত ,
আধুনিকতার প্রাচীর , ভাঙ্গে কত অভিশাপ I
বাড়িঘর যাচ্ছে বদলে পায়রার খোপে ,
চার টুকরো মন দেশলাইয়ের বাক্সে ,
স্ফুলিঙ্গ এর অপেক্ষায় , বিভেদের প্রহর গোনে ;
নিষ্পাপ শিশু অত কি জানে ?
তবু , এই চলে যাচ্ছে ! –
রোজকার খবরে কত কি যে আতঙ্ক ,
হাসপাতাল চত্বরে দালালের রাজত্ব ;
দুর্নীতির দাসত্বে হয়ে গেছি অভ্যস্ত ,
মেট্রো চ্যানেলে কত আন্দোলন ,
মুখ বুজে সব , দেখছি অনশন I
আসছে ফি বছরে ডেঙ্গুর মশা ,
বিনিয়ম , নাকি ব্যর্থতা ? !! -
কাজ হাসিলের নামে , বেচ্ছি যে সত্তা ;
যেদিনটা গেল চলে , মন বলে আচ্ছা !
দিন কেটে যাচ্ছে -
তাই, এই চলে যাচ্ছে ! –
জন্ম থেকে পেনশন কার্ডের স্তুপ ,
জানি না কোন কার্ডে জ্বলবে চুল্লির ধুপ !
DA-র আশায় ভরছে বুক , পাল্লা দিয়ে কমছে সুদ I
ব্যর্থতার ফাঁকফোকর গলে , আচ্ছে দিন , আসতে দিন ;
সেই আশায় বুক বাঁধছে -
তাই, এই চলে যাচ্ছে ! –
জীবনটা এলোমেলো , খাপছাড়া কবিতাগুলো ;
জীবনের অন্বেষণে , জীবন কী পেল I
তাতে কার কি এসে গেল ?
নিয়েছি মানিয়ে সব , যে যার মত I
দু’টাকার টিকিট লাগছে কি কারো কপালে ?
বিড়ম্বনার আড়ালে যে , কত ভাগ্য হাসছে ! -
শোষকের শোষণ নীতি উচ্ছে-সম লাগে -
দিন কেটে যাচ্ছে , তাই ; ঐ, চলে যাচ্ছে !!! –