নগ্ন স্বাধীনতা


                                                                                                                                  
তুরা বইলছিস বটে হয়েছিস স্বাধীন ;
আমি তো দেইখছি পরাধীন !
১৪ই আগস্ট মধ্যরাতে যখন বাইজবে শঙ্খ , বাইজবে ঘন্টা  
সাইজবে তেরঙ্গায় পাড়া থেকে শহর , শহর থেকে গাঁ
তখন তুরা পথে ঘাটে রাজপথে –
ধর্ষিতার বিচার চেয়ে ; মেইয়াটারে মারলি কেনে ?
স্বাধীন দে-শে প্রশাসন নাই ? ন্যায় নাই ?  বিচার নাই ?  
মোমবাতি হাতে নিয়ে কইরছিস মিছিল !
আহা ! তুরা বইলছিস বটে হইয়েছিস স্বাধীন ;
আমি তো দেইখছি পরাধীন !
কইরছে কেউ ভাঙচুর , কেউ প্রমাণ লোপাটের চেষ্টা ;
তারাও শামিল বটে , ভারত মাতার সন্তান এরা ! -
অশিক্ষিত , কাপুরুষ , বর্বর অধমের দল ;  
ওরে বাপ ! আগে শিক্ষেটো নিবি কত ফ্লোরে কত তলা I
আহা ! তুরা বইলছিস বটে হইয়েছিস স্বাধীন :
আমি তো দেইখছি পরাধীন !
ধইরবি কাকে ? শাস্তি কারে ? ধইরেছে একটা বোকা পাঠা ;    
বজ্রা আঁটি ফস্‌কা গেরোয় আছে সব বড় ছা !
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ চালাইচ্ছে নিজেই ময়নাতদন্ত ,
শিরদাঁড়ায় দম থাকলে’পরে ; কর না শুরু বিদ্রোহ I
কইরলে প্রতিবাদ নামছে খাঁড়া , জুটছে কপালে শাস্তি
চুপ করে আর দেখবি কতক পদে পদে দুর্নীতি ;
অন্যায়ে ডুবিয়ে গলা, কইরছিস আপোষ যত
পরাধীনতার শিকল তুদের পায়ে বাঁইধছে শত শত ;  
ওরে ! আর কততদিন ? বইলছি আর কততদিন ?
তুরা বইলছিস বটে হয়েছিস স্বাধীন  
আমি তো দেইখছি পরাধীন !