মন আজ গুনগুন , এলো রে ফাগুন ...
আজ মন গুনগুন , এলো রে ফাগুন ;
তুমি ছাড়া আমার , কাটে রাত নিঝুম I
বসন্ত ঝরা পাতায় , কোন বাঁকে মন হারায় ,
নব কিশলয় - শুধু তোমায় পেতে চায় -
কুহু রবে ভাঙ্গলো ঘুম , উরু উরু মন আনমনা যখন -
তোমার ছোঁয়ায় শিহরণ , অচেনা হৃদস্পন্দন -
পলাশ জুড়ে সিঁদুর ছোঁয়ায় ,
ধরেছে আগুন কৃষ্ণচূড়ার ডগায় ;
মন রঙিন তোমার উষ্ণতায় I
ভ্রমরের গুঞ্জন ফুলে ফুলে সারাক্ষণ -
দোয়েলের কন্ঠে বিভোর ঝাউবন ;
আম-কাঁঠালের শাঁখে নব মুকুল উঠেছে জেগে ;
এসো তুমি আজ বসন্ত এসে গেছে I
শিমুলের ঠোঁটে রক্তিম চুম্বন -
মাতাল মহুয়ায় মন চঞ্চল ;
ঝিঁঝিঁ পোকার ডাক জাগিয়ে সারারাত ,
জোসনা ভেজা আলোয় ছাড়িনি তোমার হাত I
ফাগুনের কাছাকাছি , তুমি - আমি এসে গেছি ;
না জানি কোন মায়ায় , নাকি শুধু ইশারায় ;
মন শুধু আজ তোমাতে হারায় I
দক্ষিণা বাতাস ঐ, ডাকছে শোন শোন .
আকাশ জুড়ে নীল উঠোন , রক্তিম চুম্বন ;
মন আজ চঞ্চল , লাগছে ভীষণ ;
তুমি ছাড়া আমার , কাটে সারারাত নিঝুম …
মন আজ গুনগুন … , এলো রে ফাগুন …