মহালয়া

এক ঝলক রোদের ফাঁকে এক পশলা বৃষ্টি -
নীল গগনে ভাসে পালতোলা মেঘের সারি
ফুলের গন্ধে উড়ছে ফড়িং , উড়ছে প্রজাপতি ,
তোমার আশায় ধরেছে বোল ভ্রমর-মৌমাছি I
শিশির ঘাসে ভিজিয়ে পা এল শরৎরানী I
সময় এবার হলো মাগো , জাগো আগমনী

ডাকছে তোমায় শঙ্খচিল , শরৎ এলো বলে -
বলাকার দল যাচ্ছে উড়ে তোমার খবর দিতে ,
ঝরা শেফালী গন্ধ ছড়ায় তোমারই পথ চেয়ে –
চাঁপা-বকুল-টগর-দোপাটিরা সেজেছে গাছ ভরে ;
সময় যেন কাটেনা ওদের , তোমার চরণদুটি ছুঁইবে কবে I
শিশির ভেজা ঘাসে এসো মাগো , আলতা পরা পায়ে I

পদ্ম শালুক আসন পেতে তোমারই প্রতীক্ষায় ,
হিমেল বাতাসে কাশবন যেন , তোমার চামর দোলায় I
হিম ঝরে ধানের শীষে , ঝরে নীলকণ্ঠের গায় I
খুশির নেশায় মাতলো ধরা, সাজলো ত্রিভুবন !
বছর’পর এসে মাগো , ভরাও আমার অঙ্গন ;
সোনালী রোদে উড়ু মন , তুমি আসবে কতক্ষণ !...