মাগো , তুমি এলে কদ্দুর ..
ঢাকের কাঠি পড়ল ঢাকে , ঢ্যাম কুড়া কুড় কুড় …
গন্ধে ভরা শিউলি তলায় , বাজলো আগমনীর সুর I
মাগো , তুমি এলে কদ্দুর …
উড়ু উড়ু মন কাজে নেই এখন , মানছে না কোন বারন -
মাগো , তোমার আসতে কতক্ষন I
পেঁজা মেঘের আঁচল ছুঁয়ে , দিচ্ছে উঁকি সোনালী রোদ্দুর ;
মাগো , তুমি এলে কদ্দুর …
সারাবছর মনেই থাকো যতই তুমি দূরে -
চারটে দিন মিলব জেনো দূরত্ব সব ঘুচে ,
খুঁটির মাচায় রঙিন কাপড় , তুলির আঁচড়ে ব্যস্ত কুমোর -
মিলব এবার গ্লানি ভুলে সাজবে খুশির আসর I
নতুন জামা কেনার তরে খুশিতে সব টইটম্বুর -
মাগো , তুমি এলে কদ্দুর …
ইচ্ছে উড়ান মেলছে পাখা , কত নানান রঙে ,
আমার যে আর সইছে না তর তোমারই পথ চেয়ে –
কাঁপলো আকাশ , মাতলো বাতাস - বীরেন্দ্রর শ্লোকে ;
বাজলো তোমার নুপুর ধ্বনি আশ্বিনের সুপ্রভাতে I
খুশির জোয়ার লাগলো প্রাণে , আনন্দে মন ভরপুর -
ঢাকের কাঠি পড়ল ঢাকে , ঢ্যাম কুড়া কুড় কুড় …
মাগো , তুমি এলে কদ্দুর ..