লজ্জা !



ওহে , বুদ্ধিজীবী - শিল্পী - কবি , কোথায় গেলে আজ ! -
তাবেদারী করতে গিয়ে হারালে নিজের লাজ I
মানুষ তোমায় জেনে গেছে , তুমি যে ধান্দাবাজ –
দুর্নীতির স্তুপে দাঁড়িয়ে কেন , রুদ্ধ তোমার আওয়াজ I
ওহে , বুদ্ধিজীবী - শিল্পী - কবি , কোথায় গেলে আজ ! -

গালভরা প্রতিশ্রুতির বাণী মাখছে জনগণ গায় ;
দু’চোখ ভরা স্বপ্ন যত , ঐ মসলা মুড়ির ঠোঙায় ;
শিক্ষিত বেকার , খুঁজছে অধিকার , অনশন-ধর্নায় I
ওহে , বুদ্ধিজীবী - শিল্পী - কবি , তোমার কি তাতে এসে যায় ! –

বেচছে চাকরি নেতা-মন্ত্রী , লুটছে গরীবের সম্বল ;
মান-জ্ঞান-হুঁশ শিকে তুলে , করছো ক্ষমতার পদলেহন I
কাজের মানুষ কাছের মানুষ , তোমার-আমার নেতা-মন্ত্রী -
বুক ফুলিয়ে করছে চুরি , তোমার আমার জনপ্রতিনিধি I

পাহাড় প্রমাণ লুটের টাকা , গুনতে গলদ ঘর্ম ;
দেখেও তুমি , বলছো না কিছু , এতই পুরু রন্ধ্র ?
হাসছে মা , হাসছে মাটি , করছে খিল্লি সাধারণ মানুষ ,
নিজের আখের গোছাতে গিয়ে , তুমি হলে বেহুঁশ ! -

প্রতিবাদের ভাষা বের হয় যত, তোমার পরের তরে -
ধৃতরাষ্ট্র তুমি নিজ ঘরে , শত অপরাধ সহে I
কোথায় তুমি যাবে পালিয়ে , ওহে বক তপস্বী ;
মানুষ তোমায় গেছে জেনে , ডাকাত দলের ভাতাজীবী I