কথা রাখনি তুমি
কথা রাখনি তুমি
তাই বদলে গেছি আমি I
মনের জানালায় উঁকি মেরে দেখি ;
কখন নিজেকেই হারিয়ে ফেলেছি I
গেছে ফুরিয়ে নিজেদের কথা ,
রঙিন পৃথিবীটা কেমন ঝাপসা I
আমার সাথে গল্প করার ,
আর তো কিছু নেই বাকি -
তাই বদলে গেছি আমি I
তুমি আমি গেছি সরে উত্তরায়নের পথ ধরে ;
লেনা-দেনার পাঠ সব গিয়েছে চুকিয়ে।
রূপকথা মাখা অলীক স্বপ্ন যত ,
ছিল তোমাকেই শুধু ঘিরে I
গিলেছি তবে তোমার অভিনয় প্রতিদিন ,
তবু পারেনি চুকাতে মুহূর্তগুলোর ঋণ I
তাই জ্যান্ত লাশ হয়ে চলেছি একা আমি -
কথা রাখনি তুমি ...
জানতে যদি চেয়ো কিছু নিজের অজান্তে ,
আলো পড়েনি কোনদিন সে প্রান্তে I
সম্পর্কের বিষবৃক্ষ ভাষা হারিয়ে কাঠগড়ায় ,
ক্ষুধার্ত প্রেম তিলে তিলে মৃত্যুর কিনারায় I
ফেলে আসা জীবন অচল এক অধ্যায় ,
তাই ঘষা কাচের মিলিয়ে গেছি আমি -
কথা রাখনি তুমি ...