ক্ষমতার লড়াই !



ওরা-ওরা করছে শুধু নিজের নিজের বাণিজ্য ,
আমরা-তোমরা করছি কেবল বৃথা কলহ I
বলতে গেলে ওরা বলে , এতো শুধু সৌজন্যে !
ধর্ম নিয়ে , প্রাপ্য নিয়ে আমরা হারাই বন্ধুত্ব I


নেতা-মন্ত্রী করছে সেটিং , যে যার মত ছকে -
আমরা যে ভাই খেলা দেখাই , সাপুড়ের বাঁশি শুনে -
খবরের কাগজ মুখে গুঁজে মোদের , স্নায়ুযুদ্ধ চলে ;
দড়ি টানাটানি খেলায় বেটা , জিতছে কে বা আগে I


ভোগ বিলাসে মত্ত ওরা , চড়ছে দামি গাড়ি ;
আলিবাবার খাজানায় জমছে কত , বেহিসাবি গরিবি !
চোখ ধাঁধানো আলিশান ভিটা মুখে কুলুপ এঁটে ;
বিকোচ্ছে ওরা , হকের পাওনা , পিছন দরজা খুলে I


দেখছে যারা মূর্খতা তারা , সবটাই আই-ওয়াশ ,
জার্সি খানি বদল করে , বলবে , আমি কত সাফ !
চোখের আড়ালে চলছে ওদের , লোক ঠকানোর কারবার ;
পড়লে ধরা , নির্দোষ ওরা , ষড়যন্ত্রের শিকার I


সকাল হলেই ভাবছি খালি দিচ্ছে কে বেশি অনুদান -
ভুখা পেটে হাততালি দিয়ে করছি তারই জয় গান I
দেখছে সব , বুঝছে সব , যাচ্ছ তবু সয়ে –
ওহে , জেলে-চাষী-শ্রমিক-বণিক এতই কি বেআক্কেলে ? !! -