কবে হয়েছিল সে দেখা !! -
দুনিয়াটা যেমন হয়েছে ছোট ,
আটকে সম্পর্ক সেলোটেপের মত -
সিলিকন যুগে , সেলফোন হাতে তুমি বন্দী I
অজানা ফ্রেন্ড , রিকুয়েস্ট কত , ডাকছে প্রতিনিয়ত -
পরিচিতের বলয় আটকে সুপ্রভাতে হয়তো !-
মিডিয়ারা যেন অক্টোপাসের মতো সঙ্গী -
তুমি , ভেবে দেখেছো কি ?? ..
চেনা সম্পর্ক কত যাচ্ছে মরে , তিলে তিলে
তোমার-আমার আলাপ যত দূরে সরে ...
তুমি - আমি যাচ্ছি , যত দূরে সরে ...
চেনা তুমি বিসর্জন সে তো আস্তাকুড়ে জানি
নস্টালজিয়ার ঘোর কাটিয়ে আরেক অজানা তুমি
বদলাচ্ছো তুমি পলকে গিরগিটিরও আগে ;
তবু ডাকতে তোমায় ভীষণ ইচ্ছে করে -
ঘুম জড়ানো চাদরের মুঠোতে যদি ,
এসে যাও ভুল করে তুমি ..
দেখি তো রোজ তোমায়
তবু ব্যস্ত কাজের সিডিউলে ,
মেলে না তোমার আমার সেই সময়
ভেবে দেখেছো কি ?? ..
ভালোবাসারা সব যাচ্ছে মরে তিলে তিলে
তোমার-আমার আলাপ যত দূরে সরে ...
তুমি-আমি যাচ্ছি যত দূরে সরে ...
কত ভুয়ো ফোন , তোমার আপনজন ;
ঘুরছে তারা তোমার চারপাশে ,
রঙিন দুনিয়া হাত বাড়ালে -
মিথ্যে প্রলোভন সুযোগের সদ্ব্যবহারে -
উঠতে চাই শর্টকাটে, টপকে সততার গণ্ডি -
হোক সে যতই বিবেকের সাথে সন্ধি -
ভেবে দেখেছো কি ?? ..
তোমার-আমার বিশ্বাস যাচ্ছে তলিয়ে , আরো গভীরে ..
তুমি - আমি যাচ্ছি , যত দূরে সরে ...