জনাদেশ
দিকে দিকে সব উঠছে ডাক
বুর্জোয়ারা নিপাত যাক I
আমরা-ওরার বাঁধন ছিঁড়ে ,
রাজা প্রজার বিভেদ ভুলে -
আসুক দেশে সাম্যবাদ I
বলুক সবে জনদরদী
আখের গোছানোর হিসাব খালি
মন গলানো , মন ভোলানোয়
ওরাই সুপারস্টার !
ভোটের সময় করজোড়ে
নিছক খোঁজ আপন বলে ,
প্রতিশ্রুতির পসরা সাজিয়ে -
করছে বাজিমাত I
আমজনতা জেনে বুঝে
হচ্ছে রে সব বেয়াক্কেলে I
তোমার আমার হকের টাকায় ,
করছে ওরা গণতন্ত্র উৎসব ।
তোমার আমার আশীর্বাদে
করছে দুর্নীতি বুক ফুলিয়ে I
জেনে বুঝেও দিচ্ছি ওদের
বুড়ো আঙুলের ছাপ !
তোমায় আমায় করবে শাসন
নির্বাচনের তাই আয়োজন I
গণতন্ত্র সামনে রেখে ,
ফায়দা লোটার ফাঁদ I
দেশজুড়ে তাই হোক কলরব
বিভেদ ভুলে রাজা প্রজায়
আসুক নতুন সুপ্রভাত I