দুগ্গা পাঁচালী
বছর ঘুরে এসেছো মাগো , তুমি সবার ঘরে -
ঘরে আমার জ্বলে না প্রদীপ , দেখবো তোমায় কেমনে ! -
অপেক্ষা তবু সারাটা বছর আসবে তুমি কবে ;
কদর আমার জাগে শুধু , তুমি আসলে’পরে I
এসেছ তুমি বাপের বাড়ি সবার মনে খুশি ,
ঘরে আমার অপু-দুর্গা কেন করে কান্নাকাটি ?
তুমি থেকেও আমার কেন এমন এ দুর্গতি ?
কেন তবে বছরভর আধপেটা খেয়ে থাকি ?
কোমর নাচিয়ে ঢাক বাজাই, কুড়াই শুধু হাততালি I
সবার ঘরে এলো আলো , এলো নতুন জামা ,
“এবারে কি আমাদের কিছুই হবে না !...”
আঁচলে মোছে চোখ আমার সর্বজয়া I
অপুর আমার বায়নাক্কা যত্ত ,
পুজো এলে বলে আমায় সঙ্গে নিয়ে চলো ;
“একটা পুতুল আরেকটা বেলুন কবে দেবে বলো ! –“
জনম আমার ঢুলির ঘরে , চালাই পেট ঢাক বাজিয়ে ;
পুজোর ক’টা দিন কাটে আমার , প্রহর গুনে আরতি করে I
আমার চেয়েও ভক্ত বড়, বলো কে বা আছে ?
বেশি কিছু চাইনা মাগো , যেন থাকি দুধে ভাতে I
অপু-দুর্গা আমার যায় ছুটে বিসর্জনের শেষে ,
হাত ধরাধরি কাশবন পেরিয়ে ট্রেনের শব্দ শুনে ;
বাবা আমার নতুন জামা আনলো কি এবার কিনে ? !! –
ঢাক বাজাই , আর বলে সবে , “আসছে বছর আবার হবে“- ! I
বিদায় বেলায় বলি মাগো , যাচ্ছ তুমি যাও -
পরের বার এলে যেন , দেখতে আমায় পাও !!....