চল ডাক এসেছে …
মুখ বুজে আর থাকবি কত
বাড়ছে জ্বালা বাড়ছে ক্ষত I
ওঠ রে জেগে ওঠ রে মানুষ
তোর ঘরেতেও জ্বলবে আগুন ,
আপোষ যদি করিস আহাম্মুখ I
আয় রে সবাই , আয় রে সাথে ;
বাচ্চা বুড়ো পা মিলিয়েছে –
পা মিলিয়েছে যুবার সাথে ,
চল ডাক এসেছে …
ডাকছে আগুন , জ্বাল রে মশাল
আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে ;
ধর রে গলায় দাবির শ্লোগান I
অন্যায়ের আজ প্রতিশোধ নিতে ,
বঞ্চনারই হিসাব নিতে , ন্যায্য দাবি জনস্রোতে ;
বাদ যাবে কি তোর গলায় , বিপ্লবেরই জয়গান ?
ওরে , ডাক এসেছে , ডাক এসেছে …
ডাক পড়েছে বিক্ষোভে , দুর্নীতির আন্দোলনে ;
ডাক পড়েছে মৌন মিছিলে ,
ইতিহাসে আজ শামিল হতে ;
ঘুরে দাঁড়ানোর সময় এসেছে -
চল , ডাক এসেছে , ডাক এসেছে …
পুড়ছে বিবেক, পুড়ছে সমাজ ;
চাই প্রতিবাদ , চাই বিচার I
বন্ধ হোক স্বেচ্ছাচার , স্বৈরাচারীর অত্যাচার ;
ধিক্কার আজ মোমবাতি হাতে , চাই কলরব ধর্নাতে ;
জাগবি রে তুই কতক্ষণে ?
চল , ডাক এসেছে …