বিশ্ব কবি দিবস
ওহে কবি , জাগবে তুমি কবে ; -
তোমার লেখনীতে নাকি আগুন জ্বলে ;
আজ ভিসুভিয়াস চুপ কেন তবে ? !! –
শক্তিধর কত এলো গেলো যুগে যুগে -
নোংরা করে দিয়ে গেছে সুন্দর পৃথিবীটাকে বারে বারে ;
বন্দুকের নলে দমানো যায়নি স্বাধীকারের প্রশ্ন ;
যায়নি রোখা প্রতিবাদের কন্ঠ I
কিসের ভয় তবে ?
নাকি , আত্মতুষ্টির মোমবাতি হাতে সভ্যতার রাজপথে !
যুদ্ধ-যুদ্ধ খেলার নামে চলছে মানব সংহার ! -
সময় হয়েছে আবার ,
ওঠাও তোমার হাতিয়ার –
ওহে কবি , তুমি জাগো এবার I
নইলে ইতিহাসের পাতা করবে না তোমায় ক্ষমা ,
তোমার কলমের ডগায় আছে কত অত্যাচার জমা I
ক্ষমতার আস্ফালনে হচ্ছে কত শিশু অনাথ ;
আর কত শিশু দেখবে মায়ের ধর্ষণ -
নিষ্পাপ মৃত শিশুর চাপ চাপ রক্ত রেখে যায় কত প্রশ্ন ;
আজ তোমার বড় প্রয়োজন I
মুষ্টিমেয় যুযুধানে স্বার্থে গোটা পৃথিবী আজ কলোসিয়াম ! –
বন্ধ করো এ পৃথিবীর নিলাম , বন্ধ করো এবার মানুষের নিলাম I