বিধানচন্দ্র রায় স্মরণে
এসেছিলে লিখতে তুমি বাংলার বিধান ,
নামের সার্থকতায় করলে তারই প্রমাণ I
দুর্গাপুর-বিধাননগর-কল্যাণী , সব তোমার হাতেই সৃষ্টি ;
বঙ্গে তুমি আনলে বিকাশ , আনলে শিল্প-কৃষিতে সুনামি I
জীবনভর মানবসেবা অফুরন্ত উদ্যম -
তোমার দেখা পেলে হত শত যাতনার উপশম I
কত অসহায় মুমূর্ষুর , করলে নতুন জীবন দান ;
হে কীর্তিমান , পুরিবে কে তোমার শূন্যস্থান I
দেশভাগের যন্ত্রণা বয়ে , উদ্বাস্তুর সমাধান তোমার পরশে ;
দেশ গড়ার কারিগর তুমি, বাংলার উন্নয়নের তুমিই ভগিরথ ,
তোমার সম্মানে উদযাপিত আজ চিকিৎসক দিবস I
এই অনুষ্ঠানে করি রোমন্থন অসীম অবদান ,
শ্রীচরণে তোমার , আমার শতকোটি প্রণাম I