বিরোধের পারদ উঠছে চড়ে ;
থাকছো তুমি মুখটি বুজে ?
আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে ;
জাগছে রাত স্লোগান তুলে ,
গণতন্ত্রের মশাল জ্বেলে ,
আমজনতার পথে ঠাঁই I
তবু , ন্যায্য বিচার চাই ! -
অন্যায়েরই বিচার চাই , দুর্নীতির বিচার চাই ;
অবজ্ঞারই বিচার চাই , অধিকারের বিচার চাই ,
নির্যাতিতার বিচার চাই , অপরাধীর বিচার চাই
ধর্ষণেরই বিচার চাই, লাঞ্ছনারই বিচার চাই ,
বিচার চাই ! বিচার চাই ! বিচার সবাই চাই I
প্রমাণ যে আজ গুমড়ে কাঁদে ;
ক্ষমতারই নাগপাশে বিঁধে I
সংবিধানের শিকে ছিঁড়ে , বিচার কোথায় পাই ?
নেমেছে পথে বুদ্ধিজীবী , মাপছে জল সুযোগ সন্ধানী ;
অথৈ ভেসে ধরছে মাছ , রাজনীতির যত কান্ডারী I
তাই বিচার কোথাও নাই ?
সবেতেই ওরা রাজনীতি দেখে ;
সবেতেই ওরা রাজনীতি করে ;
আঁটছে কত ফন্দি ফিকির ;
তবু হাল ছাড়ছে না ভাই ;
আপোষের কোন প্রশ্ন নাই I
আমরা আজ বিচার চাই I