বর্ষামঙ্গল  


মৃদঙ্গ ঐ টিনের চালে ,
টাপুর টুপুর ছন্দে বাজে ;
দুমদাম ঐ দে রে কপাট ,
আসছে বৃষ্টি , আসছে ধেয়ে I
দিঘির জলে পুকুর ঘাটে ,
ঝমঝমিয়ে ছন্দ তালে -
নুপুর ধ্বনি শোন I
একটানা ঐ ঘ্যাঙর ঘ্যাঙে,
জমেছে ভেকের বোল I
ভিজছে চাদর , ভিজছে কাপড় ;
শিগগির ঘরে তোল I
টুপ টুপ ঐ কচি পাতায়
কচুরিপানা , ব্যাঙের ছাতায়
বৃষ্টি ঝরে অঝোর ধারায়
ঢুকছে রে জল কোন জানলায় ;
ত্রিপল খানাই সম্বল I
বৃষ্টি মাটির সোঁদা গন্ধে
জুঁই ছাতিম কদম ডালে
ভিজছে শালিক ময়না কাক ;
দিন দুপুরের সূর্য ডুবে -
মেঘের গুড়ুম গুড়ুম ডাক I
হাঁটু জলে কোমর ভিজে
পিছলে পা আছাড় খেয়ে
উঠছে রে কই কোন পুকুরে ?
বর্ষাতি সঙ্গে রাখ I
ভিজবো রে আজ শপথ নিয়ে ;
আসুক যতই বৃষ্টি ঝেঁপে I
খিচুড়ি হলেই কেল্লাফতে
মাছ ভাজা সঙ্গে নিয়ে
হোক জমিয়ে উল্লাস I