আমার রবীন্দ্রনাথ
সেদিনও এসেছিল একটা সকাল ,
সেদিনও এসেছিল একটা নতুন ভোর
প্রাণীকুল উঠেছিল জেগে ভোরাই সুরে ;
নতুন দিনের ছন্দে , সৃষ্টির আনন্দে
এসেছিল সে রবি সেদিন তবে ;
পঁচিশে বৈশাখে ; তোমার আমার মনের দুয়ারে I
সে রবির কিরণ শতবর্ষ পরে -
আজও আছো ছড়িয়ে বাঙালির ঘরে ঘরে ;
আছো জড়িয়ে জাতির ভবিষ্যতে I
জেনেছিলাম তোমায় শিশু কবিতায় , জীবনের সূচনায়
উদ্বোধনী সঙ্গীতে , প্রার্থনায় , জীবন গড়ার শিক্ষায় ,
পেয়েছি তোমায় পরিণত যৌবনে অনুপ্রেরণায় ,
লুকোনো প্রেমে খাতায় , বার্ধক্যের উপন্যাসে নিঃসঙ্গতায় I
আছো তুমি রাগে-অনুরাগে একাকী নির্জনে
আছো তুমি বাবার তাক ভর্তি বইয়ের স্তুপে ,
মায়ের গুনগুন গানে I
পাশের বাড়ির হারমোনিয়ামের সুরে -
আছো তুমি আমার জীবন জুড়ে ;
মুক্তি তোমার , আমার জীবন শেষে I
তোমায় ছাড়া কাউকে ভাবতে শিখিনি ,
চলতে শিখিনি , ভালবাসতে শিখিনি ;
তোমার আঙ্গুল ধরে সহযাত্রী -
হে রবীন্দ্রনাথ , প্রণম্য তুমি ,
আমি চিরদিনই , তোমার কাছে ঋণী I