যেখানে চোখ ভিজে ভিজে যায়
সেখানেই রয়ে যায় প্রাণের স্পন্দন
মধুর কন্ঠে আমার ঘুম ভেঙ্গে যায়
অধরা স্বপ্নগুলো যেনো হাতের মুঠোয়
এক পলকেই ছুটে আসে কাছে
মিশে যায় তখন বুকের গভীরে
চারদিকে উত্তাল, হাওয়া
শ্রাবণ হাওয়া
আমি আর, কোন স্বপ্ন দ্যাখিনা
শুধু বসে থাকি সেই থেকে
এমন একটা শ্রাবণ হাওয়ার অপেক্ষায়
যে হাওয়ার জল ছুঁয়ে ভিজে যাবে
লাল লিপ্সটিক ঠোঁট তোমার...
২৪-০৭-২০১৯
সিলেট, বাংলাদেশ