১.
মাটি থেকে দূরে সরে পাথরের দেহে আঁকড়ে ধরে
নিজেকে অতি আধুনিক হিসেবে উত্থাপন করতে
সবার সামনে ঢিল মারতে লাগলো মাটির হৃদয়ে।
বাহ! কতই না মজা লাগে তাদের।শতাব্দীর চ্যালেঞ্জ
গ্রহণ করেছে।করেছে হৃদয় চুরি করে লাশের উপর
দিয়ে হেঁটে যাবার পণ।
লাশের উপর দিয়ে নাকি শতাব্দীর নতুন দিগন্ত
উন্মোচিত হয়।কতই না মধুর কথা।আহা!বুকের
মাঝে বয়ে যায় কত ব্যাথা।সে ব্যাথা কে বলবে?
কে তুলে ধরবে কে সেই ছবিগুলো সাফ করাবে।
কে কে ?
২.
কবিতা
তুমি কি আজ বন্দি কারো ধমকে?
তুমি কি হেঁটে চলো কারো মুখের কথায় ?
তুমি কী দেখতে পারো আত্মপোড়ার জ্বালাদহ!
তুমি কী মামার জোড়ে বয়ে চলো,মায়ের বুক ছিঁড়ে ?
হে কবিতা,
তোমাকে তো এমন হতে হবে,হৃদয় তা’তো বলেনি
তুমি মনের ভাব ছেড়ে কোথায় ছুটে যাও ?
মন জোগাতে তোমার পদাবলী,সে’তো কবিতার কবিতা নয়।
তুমি কেনো হারিয়ে যেতে চাও ?
৩.
কবিতা
তুমি কি দেখনি মাটির মানুষের কষ্ট,
তুমি শোননি কবর কাঁদে লাশের আর্তনাদে!
তুমি কি দেখনি একাত্তরের বর্বরোচিত হত্যাযজ্ঞ ?
তুমি কি শোননি বিদ্রোহী কবিতা
তুমি কি শোননি প্রেমের কবিতা
তুমি কি শোননি পল্লীর কবিতা ?
কোথাও কি আছে মন জোগানের ব্যাক্তির ছবিটা ?