ছায়াময় সন্ধ্যায় ধীরে ধীরে নামলো আঁধার
চারিদিকে কেমন যেন অলৌকিক দৃশ্য,
কম্পনে কম্পিত হৃদয়ের স্পন্দন
মাটিতে পা রাখতেই শীতল দেহমন
যেন কোন যুদ্ধের মধ্য সীমান্তে আছি দাঁড়িয়ে
অস্ত্রবিহীন,
গাছেদের মিছিলে জেগে থাকা রাত এখানে
কখন যে কী হয়
তাও আলোহীন, পথ যে কোথায় গিয়ে থামা
বলাই যদি হয় মুস্কিল তাহলে কী আর করা।
নীরব অভিমানে তাই হেঁটে চলা
আকাশে মেঘও প্রায় ভারি হয়ে আছে
শেয়ালের দৌড় কে দেখে আর
টর্চ দিতেই এদিক থেকে ওদিক।
পাখিদের সুরে মুগ্ধ হৃদয়ের পিঞ্জর
সুরের জ্যোৎস্নায় ভাসিয়ে যায়
ভাসানিয়া সুর, যে সুরে গান যায়
কত কবি, কত ছবি...
একটুখানি এগুতেই পাতাদের মধ্যদিয়ে
নেমে এলো ছায়া,চাঁদের ছায়া
হালকা বিন্দু বিন্দু ছায়াতেই বিলীন
নীরব রাতের আঁধার...