তোমার কথাগুলো জড়িয়ে রাখে আমায় চুলভেজা ওড়নার আদলে,
দিনভর আঙুলের ফাঁক দিয়ে মম আঁখির জ্যোতিতে পুড়তে দেখেছি তোমায়
এত এত মানুষের ভিড়েও তোমার খাইয়ে দেওয়া দুধ-মুড়ির বাটির কটকট আওয়াজ এখনো কানে ভাসে....
এত এত সময় কেন দিতে হল আমাকে?
এত কেন মিশছ আমার সাথে?এবার তুমি চলে গেছ! আমি ধুমরেমোচরে কেমন একটা হয়ে বিছানার কোনে পরে থাকি তুমি কি তা জানো?
তোমার ছোঁয়ার বিদ্যুতের চমকে এখনো আমি চমকে উঠি..
কেমন ছেলে তুমি একটু জড়িয়ে ধরলে না?
শোনো? আমার চুলগুলো মুখের সামনে চলে আসছে! আলতো করে সরিয়ে দিবে না? দেখবে না আমায়?
আমি আটকে আছি সেই সময়টাতে,এত ভালবাসা কি করে বাসা যায়?
আবার কবে আসবা?
আবার আসলে আমি বাচ্চা থেকে আরও বাচ্চা হয়ে থাকব,
তোমার ভালবাসা পাওয়ার জন্য,তোমাকে পাবার জন্য....
আমি বড় হতে চাই না,তোমার বাচ্চা বউ হব আমি।
লাভ না এ্যাট্রাকশন এখনো বুঝে উঠতে পারি নি,তবে কিচ্ছু একটা মনের মধ্যে কামড়াচ্ছে,তোমাকে কাছে চাচ্ছে।
তুমি আগুন হলেও পুড়ে মরব তোমার অগ্নিশিখায়,
বৃ্ষ্টি হয়ে পর তুমি আমার সারা গায়।।
তুমি জল হলে ডুবে থাকব তোমার ভালবাসায়।
মিশে যাব তোমার গল্পের প্রতিটি পাতায়...