তোমাকে আমি আমার শহরে নেমন্তন্ন পাঠালাম।
আসো না একদিন সময় করে,
পিপীলিকার ব্যস্ততাকে ক্ষান্ত করে, দেখে যাও একদিন এসে
কেমন সাজিয়েছি চারপাশটা !!
চতুর্দিকে অদৃশ্য তোমার ছোটাছুটি,
মাঝখানে বিব্রত ট্রাফিকে আটকে আমি।
তখন বয়স ছিল অল্প,
তাই আকাশ ছুঁয়ে দেখার স্বপ্ন দেখতাম।
এখন বয়স হয়েছে,
চুল-দাড়ি সাদা হতে চলেছে....
বুঝতে শিখেছি স্বপ্ন আর বাস্তব ঠিক আলো আর অন্ধকারের মতো।।
তোমাকে আমি আমার শহরে নেমন্তন্ন পাঠালাম।
পৃথিবীর সবখানে বিদ্যুতের আলো পৌঁছালেও.....আমার শহরে কেরোসিন তেল চালিত বাতি নিভু নিভু হয়ে জ্বলছে।
অন্ধকারের আগ্রাসনে নিমজ্জিত হই নি এখনো,
দেখে যেও......
তোমার দেওয়া সুখের খামে মোড়ে দেওয়া পৃষ্ঠা ভর্তি কষ্টগুলো পড়তে পড়তে আমি ক্লান্ত।
তুমি আসলে.....
তোমার কোলে মাথা রেখে খানিক তন্দ্রা যেতাম;
তোমার কোলে শুয়ে তোমাকেই স্বপ্ন দেখতাম।
স্বপ্নের কোলে শুয়ে স্বপ্নকেই স্বপ্ন দেখা;
কত্ত মজার না?
তোমাকে আমি আমার শহরে নেমন্তন্ন পাঠালাম।।