মৃত্যু শুধু অনিবার্য নয়,
অজানা অবধারিত সত্যির উন্মোচনের নাম মৃত্যু.
ইহা এক অনাকাঙ্ক্ষিত পরিণতি, যাহা ধার ধরে না কোনো বীরপুরুষের বীরত্বের,
জীবনের চরম সত্য,উহা আনন্দময়-উল্লাসে পরি পূর্ণতার সাথে যে ব্যক্তির কাছে আসে নিঃসন্দেহে সে-ই মহাপুরুষ।
মৃত্যু আসে নতুন শুরুর জন্য বরণডালা সাজাতে
মৃত্যুকে ভালোবাসে ক'জন ই-বা মানতে পারে?
মৃত্যু মানেই প্রস্থান নয়,মৃত্যু কেবল চেতনার প্রতি স্থাপন
মৃত্যু মানে হারানোর মাঝেও খোঁজে পাওয়া স্পন্দন।
মুক্তি- যুক্তি-শক্তি-সভক্তির পথের সন্ধান,
ভালবাসা-ঘৃণা, আঘাত-প্রতিঘাতের ক্রন্দন
মিলেমিশে আহ্বান জানায়,"মৃত্যুর আগমন"
ওহে মৃত্যু, এসো আলতো স্পর্শে শিহরিত করো আমায়,
আলিঙ্গন কিংবা বুক চিড়ে নিয়ে নাও প্রাণ।
ও মৃত্যু, আমার ভালবাসা ব্যর্থ হবে না।
আচমকা এসে চমকে দিলেও দেখবে,আমি প্রস্তুত.
আমার জীবন লীলা যেন পূর্ণতা পাবে তোমার আ শীষে।