স্মৃতির তাপে দগ্ধ হৃদয়,বাষ্প হয়ে উড়ে যায়
চিন্তাচেতনা স্তব্ধ হয়ে,ব্যর্থ হৃদয় তোমায় চায়।।


মানচিত্র দ্বিখন্ডিত হয়ে রক্তাক্ত এক খন্ড ভূমি,
অন্য খন্ডে ভূস্বর্গরূপ তুমি,
বর্ডারে বিশাল সৈন্যবাহিনী।
স্বাধীনতা থেকেও পরাধীন আমি,
তোমার স্মৃতির শিকলে বন্দী।


মধ্য রাতে মাদক পেয়ালায়,
নিজের অতীত দেখতে পাই,
স্মৃতিরাই শত্রু আজ,
আবেগ সব পুড়ে ছাই।
আমি নাই,আমি নাই,
আমি দুচোখের সাগরে ভেসে যাই।।


নিষিদ্ধ চুক্তিতে প্রতারিত আবেগ,
মুক্ত বন্দিশালায়।
আমার ভাবনা,আবেগ,সৃষ্টি!!
কারো কাছে বিনোদনের মাধ্যম।
কিন্তু,কিন্তু এগুলোই আমার বেঁচে থাকার সম্বল।।


লাঞ্চিত প্রস্তাব তাড়া করে বেড়ায়,
ভাবায়,
যদি উত্তরখানা হ্যাঁ হতো!!
তাহলে কি নিত্য জোছনা  হতো অখণ্ড ভূমিতে।।
অখন্ড মানচিত্র কি হয়ে উঠত পূর্ণিমা রাতের দ্বীপ্যমান চন্দ্রিমা?