ও হে প্রিয় তমা,
তুমি আমার প্রেমিকা ছিলে,হলে আজ কান্না।
তুমি বেঁচে থাকার বাহানা ছিলে,আজ নেই তাই হার মানা।
তোমার তুমুলঝগড়া ও হৃদয়ে আনন্দের ঝড় তোলে কিন্ত আজ তুমি নির্বাক।
করা যেত না আরেকটু ঝগড়া? হয়ত হতো কিঞ্চিৎ মনোমালিন্য! ঝড়শেষে স্বর্গীয় প্রকৃতির ছোঁয়াটা তো পেতাম।
ও হে প্রিয় তমা,
তুমি আমার প্রেমিকা,তাই কান্নাকেও প্রেমিকা করে দিয়েছো।
তুমি বেঁচে থাকার বাহানা না, তুমিই ছিলে আমার বেঁচে থাকা।
আজ তুমি নেই,তবে হার মানা নেই আমার।
আমাতেই তোমায় দেখতে পাই।।