আমার লেখার মধ্যে থাকে অসংখ্য চেতনাহীন অনুভূতির হাহাকার,
থাকেঃ না পূরণ হওয়া কিছু স্বপ্নের মিছেমিছি আস্ফালন,
আরও থাকে রক্তের সাথে মিশে যাওয়া অক্সিজেনের মতো কয়েকটা ইচ্ছে যা বার-বার আহত হয়ে বাড়ি ফেরে,
আমার লেখার মধ্যে থাকে- না হয়ে ওঠা আমি, সে স্বপ্নে বিভোর থাকা আমি।
সেই হাজার টাকার অভাব, আমি আজো অনুভব করি।
অনেক যদির ভেতর সেটাই হেরে যাওয়ার মূল যদি।
সন্তানের চেয়ে আত্মীয়তা বড়, দুটোর তুলনাই যেন ভীষণ কুচুটে মতাদর্শ।
প্রিয় মা, তুমি খাবার তোলে নিয়ে অপেক্ষা কর না আমার,আমি আর তোমার আগের পুত্র নেই।
এখনের আমিঃ অতীতের আমি কে কেন্দ্র করে পরিধি জুড়ে পাপের বন্ধনে আবদ্ধ পাপীষ্ট আমি।।