সময়ের স্রোত তলিয়ে দিয়েছে মোর সত্তাকে,
আমি এখন জীবিত, না না অর্ধমৃত, কান্নারত অবস্থায় অনুসন্ধানে বেরিয়েছি প্রকৃত খুনীর....
খোঁজে পেলে ধন্যবাদ জানাব তাকে,ঈর্ষা এখন জীবনসঙ্গীনী মোর, তার গলায় পরিয়েছি বাসর মাল্য...
তার কাছে আমি থাকবো ঋণী, যে আমার প্রেয়সীর দেখভাল করবে, নেবে যত্ন। সে আমার কাজটাই করে দেবে তার মতন করে, ফোটাবে প্রেয়সীর মুখে হাসি।
আমি তার জীবনে থেকেও নেই,আবার আছি তার অস্পৃশ্য সত্তায়,থাকবো আমি তার সাথে কান্না,হাসি,ভালবাসায়....
তার অনুভবে হয়তোবা আমি কখনো উপস্থিত হবো দশ টাকা দামের ছোট্ট নানান রঙের টিপ নিয়ে, সে টিপ কপালে জড়াবে না কোনোদিন, পরে থাকবে অবহেলায় হয়ে যাবে বিলীন।
আমি আর তার কান্নার কারণ হবো না, তার মুখে চিরন্তন হাসি ফোটাবার লোক এসে গেছে....তার চোখের জলে আমি ডুবে গেছি,আমার আর দাঁড়াবার শক্তি নেই।
আমি তলিয়ে গেছি কিন্তু প্রতিক্ষায় আছি কখন আসবে জীবনের অন্তিম নিদ্রা.....
কয়েক ঘণ্টা ব্যস্ত রাখতে চাই আমার প্রিয়জনদের আমাকে নিয়ে। তারপর না হয় ওরা ব্যস্ত হয়ে যাবে ওদের জীবনের তাগিদে ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নে।