কে বলে ভালবাসার স্বাদ পাওয়ার জন্য -কারো মুখ থেকে ভালবাসি শুনতে হয় ।
কারো কেমন আছি জিঞ্জেস করাতেও ভালবাসার স্বাদ অনুভূত হয়..
কারো খেয়েছো কি না খোঁজ করাতে অনেক দ্বায়িত্ব বেড়ে যায়..
তারে ভালবাসা যায় ,শুধু দূর থেকে দেখে যাওয়া যায় ,ভালবাসা যায় ।
কে বলে ভালবাসলেই কাছে পাওয়ার বাসনা জাগে ?
মূর্খ সে ব্যাক্তি! সে কি জানে না? -‘ভালবাসতে শুধু্ই মন লাগে।’
ভালবাসতে সে ভাল আছে ;এই সান্তনা লাগে ।
তবে মাঝে-মাঝে কষ্টও লাগে,কষ্টের জন্যও তো ভালবাসা লাগে ।
ভালবাসার জন্য শুধুই ভালবাসা লাগে ।
ঘর বাঁধতেও ভালবাসাই লাগে....