তুমি আমার শেষ সুখের মুহুর্ত,
কান্নাকাটি, হাসাহাসি ও গানের রাজ্যে ভ্রমণ করে তোমায় লেখা পদ্য
তুমি আমার শেষ বিকালের হাসি,
বিরহ উদযাপনে তোমার নামে নিমন্ত্রিত লাখো স্মৃতি,
তোমার টানে এদিক-ওদিক খোঁজে মরি সুখস্বপ্ন
আবার যদি ফিরতে তুমি!
অশ্রু গুলো বাস্প হয়ে উড়ে বেড়ায় চারপাশে
আবার যদি আসতে তুমি বসতে আমার গা ঘেঁষে।
পাড়া-পড়শি সবার প্রশ্ন -কিরে কত দূর আগালে!
মনের মাঝে চাপা কষ্ট বুকটা যেন চেপে ধরে।
ভালো থাকার গল্পটা না হয় লিখবো পরজন্মে
এই জনমটা কাটাই দিব তোমার-আমার কল্প-গল্পে।