আমাগো এক খান দ্যাশ আছিলো
ওই দেশে সব আছিলো, খাওয়ার জন্য ভাত আছিলো, মাছ আছিলো, হরেক রকমের শাকসবজি.... আহাঃ কিছুর কি আর অভাব আছিলো!
আমার একখান দ্যাশ আছিলো, কেমনে জানি হারাই গেলো, হিন্দু বলে গালি দিলো, আমার সবই রাখলো আমায় রাখলো না, গাড় ধইর্যা তাড়াই দিলো
আমার সোনার দ্যাশ আছিলো, দ্যাশের মানুষগুলাও নিজের ছিলো, ওরা বোধ হয় শাসন করলো
ওদের মতো করতে চাইলো....
আহা রে দ্যাশটা আমার-কেমন কইর্যা নিজের থাইক্যা অন্যের হইলো....আমার বাড়ি আমার ভিটা আমার নামেই রইলো খালি আমি রইলাম না।
আমার একখান দ্যাশ আছিলো,
আমি মরলে কেউ লাশ দেশে পাঠাইও, আত্মাখান তো দেশে চইল্যা যাইবো