আমি হারিয়ে গেলে আর খোঁজো না স্রোতশান্ত সুরমায়,
এবার হারালে আর দেহতত্ত্বাবশেষ এর সন্ধান পাবে না
সকল কিছু ত্যাগ করে হাসবো চৈতন্যের হাসি যার কোনো কিছু নাই আবার সব আছে
আর হারাতে দিও না আমায়, এবার হারালে আর খোঁজে পাবে না, লীন হয়ে যাবো শূন্যতায়।
তোমার অনেক কিছু থাকবে শুধু আমি থাকবো না,আমি হব কেবল আকাশ মানে মহাশূন্য যাহা পঞ্চভূতের এক তত্ত্ব যাহা ছাড়া দেহ অসার আমিও তোমার জীবনে তাই হবো। নিজে শূন্যতে মিশে গিয়ে তোমার থেকে শূন্যতাকেই কেড়ে নিবো, তুমি হবে সবকিছু থাকা অসুখী মানুষ।