আমি দেখেছি, তোমার আমি না হলেও চলে
খেতে, গল্প করতে, ঘুম থেকে উঠে শুভ সকাল বলতে তোমার আমি না হলেও চলে।
কোথাও ঘুরতে যেতে, আনন্দের নৌকায় পাল তুলে দিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে আমি থাকার প্রয়োজন নেই।
ঘুমাবার আগে তোমার বিশাল ঝামেলা, অনেক কাজ পরে যায় নিত্যদিন, তাই তোমার আমি না হলেও চলে।।
কলেজ ফেরার পথে মাঝে মাঝে হয়তো মনে পরে তবে তোমার মনে এটা হয়তো আসে, থাক চলছি তো আমি ভালোই ওকে ছাড়া, আমার অনেকেই আছে।।
আমারে তোমার কোথাও লাগে না,নেই তোমার সময়ের অবশিষ্টতেও।
আমি অকাজের বুড়ো যুবক আমি হারিয়ে গেছি অনেক আগে। আর তোমার লাগবে না আমাকে, আমি হারিয়ে যাব তোমার না বলতে পারা 'বিদায়' শব্দে।
একদিন তোমার আমাকে লাগবে, হ্যাঁ, ঠিক একদিন আমাকে লাগবেই সেদিন হবে হৃৎআকাশে সূর্যোদয়.... তুমি খোঁজবে আমায় হন্য হয়ে। পাবে না সেদিন হাতিয়ে বেড়াবে স্মৃতি, সহ্য হবে না কোনো ছেলেকে।