বর্ষা লেগে গেছে মনে সই গো
বর্ষা লেগে গেছে মনেতে
ফাগুনের হাওয়া গেলো
চৈতের ক্ষরা গেল
ছুঁইতে পারল না আমারে
বর্ষা লেগে গেছে মনে সই গো
বর্ষা লেগে গেছে মনেতে
টুপটাপ ফোঁটা পরে
মাঠ-ঘাট কাঁদায় ভরে
ব্যাঙের দল ফাল পারে গো,
ঝড়ে
বর্ষা লাগছে মোর মনে সই গো,
বর্ষা লাগছে মোর মনেতে
খাল-বিল জলে ভরা,সাঁৎরাইতে লাগে ভালা...
সবুজ পাতাগুলো রঙে সাজে
দেখিতে লাগে বড় আশ্চইর্য,
হায় খোদা
হায় রে বর্ষা লাগছে কবির মনে তে