ভুলে যান, আপনি কি পেতে পারেন!
পৃথিবী বদলে যাবে।
আপনি হয়ে উঠবেন অনন্য সাধারণ,
জীবনটা ও উপভোগ্য হয়ে যাবে।
থাকবে না মনে পাওয়া- না পাওয়ার হিসেব,
মন ঘিরে শুধুই চলবে পরোপকারের উদ্বেগ।
ভুলে যান, আপনি কি পেতে পারেন।।
যা পাওয়ার সৃষ্টিকর্তা ই আপনাকে পৌঁছে দেবেন।
তাই বলে হাত-পা ছেড়ে শুয়ে পরবেন না,
আপনি সৃষ্টির কাজে আসুন,সৃষ্টির সেবা করুন
স্রষ্টা স্বয়ং স্বয়ংক্রিয়ভাবে কাজ করবেন
আপনাকে ভালবাসবেন
শুধু ভুলে যান, আপনি কি পেতে পারতেন
জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে।।
থাকবে না হতাশা,কান্না,আফসোসের স্থান
বসুমাতার কাছে অবস্থানে ও পাবেন স্বর্গের আহ্বান।।
আপনি চলে যাবেন বেঁচে থাকার অনন্য স্তরে
যাহা দেবতা দের জন্যও অস্পৃশ্য।
চলে যাবেন লাভের উর্দ্ধে,প্রেরণার উর্দ্ধে, আবেগের উর্দ্ধে।
স্বয়ং কৃষ্ণ আপনার উদ্যম জোগাবেন।
শুধু মনকে বলুন,আপনার কিছুই পাওয়ার নেই।
পেয়েই-বা কি করবেন,যাহা পাবেন তাহা তো হারাবেনই।
হারাবার জন্যই হয়তো তাহা আমদেরকে দেয়া হয়ে থাকে।