কর্ম খোঁজার কর্ম করি,
মর্ম বুঝবে কে?
চাকরির জন্য যারা ধোঁকে,
রাত জাগে,তাদের বোঝাবে কে
চাকরির মালিক স্বার্থপর
চাকরি টাকার আছে,
হাজার জন বল নিয়োগ হবে
আবেদন করতে হাজার লাগে
অত টাকা পাবে কোথায় বেকার যুবকে।
লক্ষ-কোটি র বাজেট হল,
বেকারের বাজেট বুঝবে কে?
১০ টাকার হিসেব যারা দশবার করে
তাদের বেকার বলে
চাকরি খোঁজার কর্ম করে,
চাকরি কি কেউ পাবে?
যোগ্যতা বিলেত যাক
অযোগ্য রা থাকবে দেশে
লাখো বেকার এক হয়ে
কোটা দিল বাতিল করে,
মন্ত্রিমণ্ডল বিপত্তি দেখে
পেছনের সব দরজা দিলেন খোলে
অনেক বেকার হারিয়ে যাবে
সমাজ-রাষ্টের অসম ব্যাড়াকলে
হারিয়ে যাক দুঃখ নাই
বেকারগন কর্ম খোঁজার কর্ম থেকে নিষ্পত্তি পাবে
সহজ ভাষায় সহজ কথায়
বলছি সবাইকে
মন্ত্রিমণ্ডল নেতা -নেত্রী
কেউ থাকবে না এ ভবে।
বেকার দের অভিশাপে ই দগ্ধ তারা হবে।
অসহায় আর নিরন্নের কান্না তে খোদার আরশ কেঁপে উঠে
আশায় থাকি সমস্যার সমাধান একদিন ঠিক হবে