আমার সফলতার শেষ পা
তোমার হাত পিচ্ছিল হয়
হাত ফসকে হারিয়ে ফেলা
জীবনে মৃত্যু একবারই হয়
দাও না গনকবর
আমাদের যত দুঃখ হয়।
দিশেহারা আমি পথিক,
চারপাশে তোমার খবর কয়।
বসন্তের ঝরাপাতা
শুধু নগ্ন শাখা-প্রশাখা
আর হারাবার নেই কিছু,
তুমি নিয়ে গেলে সবটুকু।
তোমার গোপন উপহারে
স্পষ্ট চোখে ভাসে
কতো স্বপ্ন ছিলো বলো
সব বাষ্প হয়ে গেলো।
হয়তো আবার দেখা হবে,
তুমি পরিবারের সাথে
আমি সঙ্গীহীন খুশি নিজের মতো।