শীতের পড়ন্ত বিকেলে ঢিমে হওয়া আলোর আঁচেতে
স্মৃতি হয়ে ফিরে আসা বিস্মরণে আরো একবার
স্বাগত তোমায়।
নাম না জানা পাখিরা চিনেছে,
তাই তাদের ডাকে ডাকে গাছ থেকে গাছ..
জলেতে ছলাৎ-
ফ্ল্যাশব্যাকে ব্যাকফুটে
দূরে হাঁটতে থাকে ফেদারটাচ ব্যাকুলতা।
তুমি ভালো আছ ত’?
নাকি রাত খোঁজা সমকামী ছোঁয়ায় -
উত্তাল লেকে, তুমি আমি আর অন্তমিলের কবিতারা
এক একটা যুগান্ত অতিক্রম করে আসি।
যদি ঠোঁট ছোঁয়াও আমিও তবে মুক্ত হতে পারি..
আমিও তবে বন্ধ করে চোখ মেনে নেব নির্বাসন!
মেনে নেব না পাওয়ার সব অভিমান।
অবেলার আলবোলে দম টানা ধোঁয়া ধুলো মেঘ-
আর যত ফেলে আসা না বলা টান
তোমাকে দিলাম।
যা কিছু আমার জট
না ছাড়িয়ে, ছড়ালাম হাওয়ার ডানায়।
যা কিছু দুর্বোধ্য, তারাও কি নেবে আশ্রয়
কবিতার বুকে?
লুটানো আবেগে স্মৃতি হাতড়েছি যত
তত বেশী ডুবেছি আবেশে।
তোমরা, যারা সুখী তারা কবি হয়ো।
আমার যে কথাগুলো আছে,
না হয়ে কবিতা তারা ভেসে থাক কাল দহে
মৃণালিনী হয়ে।