প্রিয়তম,
কতদিন তোমায় লিখিনি-
আজ আকাশের বুকে সাতরঙা ভুল ফুটে ছিল।
ভুল করেই ফুটে ওঠা তাই ফুটনোট ছেড়ে যেতে
ভুল হয়ে গেছে; আর আমাদের সাথে
কিছু কথা.... কিছু সুর আর অভিমান-
সকলেই অমর হয়েছে।
প্রিয়তম,
আমি আজ ফুলবনে ফুল হব না আর-
ফুলে ফুলে ওঠে যত স্বাভিমানী প্রেম;
হিসেব তাদের সব ফিরিয়ে দিলেম
রাত হয়ে তারাদের গর্ভাশয়েতে।
তারাই জন্ম দেবে আগামীর বীজ।
প্রিয়তম
তুমি আমি আর সেই বীজ
এখনো যে গাছ হতে পারে
সব মিলে একটা একক।
এ লেখাও তাই আজ নিজেকে দিলাম-
আর হারালাম নিজেকেই আমারই আলোতে।