গর্জে উঠো আরেকবার

বজ্রকন্ঠের বজ্রঝড়ে বজ্রপাত নামুক
রাজপথের অলিতে গলিতে!
বুকে বজ্রশিখা জ্বালিয়ে,
আগ্নেয়গিরির লাভা হাতে নিয়ে,
আরেকবার জেগে উঠুক তরুণ অরুণ!

এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ
সময় -মিছিলের স্লোগানে স্লোগানে
জেগে উঠুক হেলাল হাফিজের বাংলাদেশ!
ভয়াল অন্ধকারে,চার দেয়ালের বিবেকের আর্তনাদে,  অবরুদ্ধ ব্যারিকোড ভেঙ্গে চুরমার করে
ভিতর থেকে জেগে উঠুক বুকের মহাপ্রাচীর!

আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার
স্লোগানে স্লোগানে বিধ্বংসী হয়ে উঠুক
বিদ্রোহী কবির বাংলাদেশ।!
আমি দানব,আমি জ্বলন্ত শিখা,শনির বলয়
আমি নরপিচাশ শেয়াল শকুনের কলিজা
ভেঙ্গে চুড়ে গিলে খায়!

জাগো বাহে,কোনঠে সবাই স্লোগানে স্লোগানে  আগুনের বহ্নিশিখার মতো জ্বলে উঠুক
শামসুল হকের বাংলাদেশ!
বুকের বুননে লুট হওয়া স্বপ্ন,
ছুরির চিহ্ন,মুন্ডহীন লাশগুলো আরেক বার
জেগে উঠুক বুকের জরায়ু ছিড়ে!

বুকে বুলেটের শব্দে আরেকবার
জেগে উঠুক সুকান্তের বাংলাদেশ!
ক্ষুধার রাজ্য তরুণের বুকে গদ্য নামুক,
জ্বলে পুড়ে মরে ছারখার হোক,
ছারখার হোক সমস্ত অনিয়মের শিকল;
ভেঙ্গে দিক বৈষম্যের সমস্ত দেয়াল!

মোহাম্মদ জুনাইদ