রক্তাক্ত তোফাজ্জল


শেয়াল শকুনের আস্তনায় মনুষ্যত্ব কেনো খুঁজো?
যে আস্তনায় নরপিশাচ নৃশংসতার বসবাস!
যেখানে হায়ানার দল ওৎ পেতে বসে থাকে!
যেখানে হিংস্রতা, বর্বরতার কালো থাবা খামচে ধরেছে, সেখানেই মনুষ্যত্ব খুঁজো?

কতটুক পশুত্ব জেগে উঠলে-
খাবারের বুকে পদ চিহ্ন এঁকে,গনপিটুনিতে, বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে, পূর্ণাঙ্গ মানচিত্রের বুকের কলিজা ছিড়ে কতটা উত্তাপের ঝড় তোলা হয়?

তোফাজ্জলের দৃশ্যপটে-
ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা,
ভেসে উঠা ক্ষয়রোগ,
রক্তের কালো ছোপ দাগ যেনো
আমার বুকে দগ্ধ ডানায় শোকাগ্নি জ্বলছে!
জ্বলছে অরন্যের দাবানলের তীব্র তাপদাহ!
যেখানে নিঃশ্বাসের পোড়া গন্ধে ভষ্ম করে দেয়
আমার অস্তিত্বের কঙ্কাল!

তবে এই বুকের করাঘাত যেনো
কয়েক কোটি প্রত্যাঘাত হয়ে ফিরে আসুক!
ফিরে আসুক পৃথিবীর জরায়ু ছিড়ে!
ধ্বংস নামুক নাড়ি পচা এই আতঙ্কের নরক শহরে!
সমস্ত অপশক্তির চক্রান্তের দেয়াল ভেঙে চুরমার হোক! তোফাজ্জলের শেষ ভোজনের করুণ দৃশ্য ধ্বংস করে দিক আমাদের খাদ্য গলাধঃকরণের সমস্ত সুখ!

মোহাম্মদ জুনাইদ