সময়ের অপেক্ষায় বসে আছি
কখন সময় আসবে, কখন তুমি আসবে?
আমি রাতারাতি এমন হয়ে যাইনি
আমি অনেক অপেক্ষার পরেই পৌছেছি
আমি দীর্ঘ সময় অতিবাহিত করেছি তোমার জন্য।
তুমি অল্প দৃষ্টি, অল্প অনুভূতি, অল্পতেই তৃপ্তি
আমি এই অল্পকে কল্পের দাড়িয়ায় রেখেছি।
এজন্য দীর্ঘশ্বাসের সাথেই তোমার অনুভূতি জন্মায়।
আমি সারাজীবন বসে থাকবো এখানেই
কখন সময় আসবে, কখন তুমি আসবে?
সেদিন পাথর ছুড়ে দিয়ে ছুটে আসবো
নদী-সাগর ডিঙানো বাধাকে হার বানাবো
সেদিন মনের ভিতর অসম্ভব শান্তি শোষণ হবে
মন খোলা রেখে মুক্ত হাওয়ায় শ্বাস নিব
যেদিন সময় হবে, যেদিন তুমি আসবে।