আচ্ছা গোলাপ ফুল, তুমি এত সুন্দর কেন?
              ​এটা আমার গৌরব!
             ​সেটা না হয় বুঝলাম-
        ​তবে তোমার শরীরে কাটা কেন?
             ​এটা আমার অহংকার!
             ​ঠিক আছে মেনে নিলাম
তবে আমাকে একটা ব্যাপার বোঝাতে পারো?
             তুমি তো ফুলের রাণী
         তোমার শরীর কদাচিৎ ঘ্রাণ কেন?
        ​অকালেই তুমি ঝড়ে পর কেন?
          ​এগুলো আমার পাপের ফল।
      ​নিজেকে অহংকারী ভাবি এজন্য আজ
​              ​আমার এই পরিণতি