অসুস্থ মন আর খাচা বন্দি পাখি
সমান সমান কারণে নিরব রাখি,
এরা অবুঝ প্রাণের সরবর সলিল
অসুস্থতার কারণ খোঁজার নিথর আখি।

এরা ধৈর্য্য সঞ্চিত  মুষ্ঠিবদ্ধ অরুণ
বিনা ঔষধ কবে প্রচেষ্টায় রবে সেথা,
নেই স্বান্তনা বিনা প্রতিষেধক মহী
সয়ে যায় নির্জন সংগ্রামের সেই ব্যথা।

এরা জেদী,নিকুঞ্জ, প্রভাতি নিভীর
অমান্য নিথর হৃদয় কোনঠে হেয়ায়!
এরা ভোর-সন্ধার নিয়মিত কুঞ্চন গাহক
এরা দিশারী তবু নেই কোনো অলুক পন্থায়।