একহাতে সিগারেট ধরিয়ে হতাশা নিয়ে নিরপেক্ষ নদীর তীরে এসে নিশ্চুপে বসে আছে একজন বালক। তার বোবা কথা তার দিকে বেদনার তীর ছুরে দিচ্ছে প্রতিটি ধোয়ায়। জীবনের খুব সকালে দাড়িয়ে একজন বালকের কাছে প্রশ্নবিদ্ধ করা হলো। তিনি একটি একপক্ষ ভালোবাসার নালিশ দিচ্ছে।
তাকে বলা হচ্ছে : এই বয়সে তুমি পরিবারের আদর্শে থাকবা, স্কুলে আনন্দময় দিন অতিবাহিত করবা। তবে এখানে কেন?
তার উত্তর ছিল অতি হতাশাজনক। তিনি সরাসরি কিছু বলেননি তবে একটি কাব্য শোনালেন।
....... ....... ..... ....... ........
আমি তোমাকে বলেছি: একটু ব্যস্ত আছি।
তুমি বুঝলে: আমার সাথে কথা বলার সময় নেই।
আমি বলেছিলাম: তোমাকে সুখী রাখার জন্যই তো ব্যস্ত থাকি।
তুমি বুঝেছিলা: আমি না থাকলে তুমি ভালো থাকবা।
আমি বলেছিলাম: তুমি নিরাপদে থাকলে আমি ভালো থাকি।
তুমি বুঝেনিলা: আমি তোমাকে সন্দেহ করি।
আমি বুঝাতে চেয়েছিলাম: সুখ-দু:খ ভাগাভাগি করা দরকার।
তুমি বুঝেছিলা: আমি আগের মত নেই।
.... .... ..... .......
আমি তোমাকে সামান্যতম বাস্তবতা শিখতে বলেছিলাম
তুমি ভুল বুঝে নিঃশেষিত স্নানে ডুব দিলে।
এই মায়া শহরে সবকিছুই ব্যালেন্স করেই চলতে হয়
কাউকে একা ছেড়ে দিও না, সে পারবে না।
লেখক: এস এম জসিম।