আমার স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে চাই;
 বড় হওয়ার নেশা পড়ে গেছি আমি।
বিজয়ের পথে বেড়িয়ে গেছি সময় হাতে নেই
আমার টেবিলে গিয়ে দেখে আসতে পারো
যুদ্ধের সব কিছু জোগানো করে রেখেছি।

ঘুমালে চলবে না অনেক আশা নিয়ে বসে আছি
আমার স্বপ্ন আমার চেষ্টা আমাকে ঘুমাতে দেয় না !
আমার পথের কাঁটা হয়ো না আমাকে ডিস্ট্রাব করো না
আমার স্বপ্নকে আমি সত্যি বাস্তবায়ন করতে চাই।

আমাকে  যুদ্ধে যেতে হবে যুদ্ধের সব প্রস্তুতি নিচ্ছি,
কসম করেছি বিজয়ের পথেই থেকে যাবো আমি !
আমার মন একজনকেই দিয়েছি আর ফিরবে না।

স্বাস্থ্যের অবণতির বিন্দু মাত্র ভয় নেই
সুন্দর চেহারার  আফসোস করিনি কখনো!
লক্ষ্যে বসে সবকিছুই হবে এখন আর ফিরব না ।
আমাকে মাঠে নামতে হবে সরে দাড়াও ।

চেষ্টা ছাড়বো না তোমার কাছেও যাবো না।
স্বপ্ন আমাকে তাড়া করে বেড়ায় আমি ফিরব না।
আমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো
বন্ধুরাও বলবে আমার আশা অনেক বড় কিছু।

বিশ্বাস কর আমার ভালোবাসার একদম সময় নেই-
আমি অনেক ব্যস্ত লোক  আমারকে ডিস্টার্ব করো না
প্লিজ সরে দাড়াও আমাকে বড় হতে দাও
প্লিজ আমাকে পড়তে দাও----